স্বপ্ন দেখা
- শঙ্কর দেবনাথ - দুধমাখা ভাত ০৫-০৫-২০২৪

বাবাঃ
এই ভোলা তুই রাতের বেলায়
টর্চের আলো জ্বেলে,
আঁধার ঘরে গাধার মতন
দেখিস কী চোখ মেলে?

ভোলাঃ
সবাই দেখে অন্ধকারেই
ঘুমের মাঝে ডুবে,
সবকিছু হয় মিথ্যে, যখন
সুয্যি ওঠে পুবে।

তাইতো আমি না ঘুমিয়েই
টর্চের আলো ফেলে,
পষ্ট করেই নিচ্ছি দেখে
স্বপ্ন দু'চোখ মেলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
১৩-০২-২০১৫ ১৭:৪৬ মিঃ

khub valo

debnath
২৭-১২-২০১৪ ০৮:১৯ মিঃ

সুপ্রভাত।স্বাগতম।